اگلا

গুমনামী (২০১৯) | Gumnaami (2019) Bengali Movie | Srijit Mukherji | Netaji Subhas Chandra Bose Myster

0 مناظر· 03 نومبر 2025
Soumen Das
Soumen Das
5 سبسکرائبرز
5

⁣‘গুমনামী’ (২০১৯) একটি ঐতিহাসিক ও অনুসন্ধানমূলক বাংলা চলচ্চিত্র, যার পরিচালক শ্রিজিত মুখার্জি। ছবিটির কাহিনি গঠিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু-এর মৃত্যুর রহস্য ও তাঁর তথাকথিত গুমনামী বাবা রূপে ফিরে আসার সম্ভাবনাকে ঘিরে। চলচ্চিত্রটি অনিরুদ্ধ রায়চৌধুরীর লেখা “নেতাজি: ডেড অর অ্যালাইভ?” বই এবং ‘মুখার্জি কমিশন রিপোর্ট’-এর ওপর ভিত্তি করে নির্মিত।
ছবির কেন্দ্রীয় চরিত্র চন্দ্রকান্ত গোস্বামী নামের এক সাংবাদিক, যিনি নেতাজির অন্তর্ধান নিয়ে গভীর অনুসন্ধান শুরু করেন। সত্য ও প্রচারের মধ্যে সীমারেখা মুছে যায় যখন তিনি এক রহস্যময় সাধুর খোঁজ পান, যাঁর সঙ্গে নেতাজির অদ্ভুত সাদৃশ্য রয়েছে।
চলচ্চিত্রটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন গুমনামী বাবার ভূমিকায় এবং তাঁর অসাধারণ পারফরম্যান্স ছবিটিকে বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে। দেশপ্রেম, ইতিহাস এবং সত্যের অনুসন্ধান—এই তিনটি আবেগই ছবির মূল সুর। এটি শুধু একটি সিনেমা নয়, বরং জাতীয় ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়ের নাটকীয় উপস্থাপন।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا