Clipo Lumikha
রাবণ ছিলেন শুধু ভয়ংকর অসুর নন, মহাদেবের একনিষ্ঠ ভক্ত। অহংকারে কৈলাস তুলতে গিয়ে শিবের পায়ের আঙুলে পর্বতের নিচে বন্দি হন তিনি। অসহ্য যন্ত্রণায় জন্ম নেয় শিব তাণ্ডব স্তোত্র। ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব রাবণকে মুক্তি ও অমরত্বের বর দেন। এই স্তোত্রে প্রকাশ পায় তাণ্ডবের শক্তি, ভক্তির মাহাত্ম্য এবং অহংকার ভাঙার চিরন্তন শিক্ষা, যা যুগে যুগে শিবভক্তদের অনুপ্রাণিত করে চিরকাল। সত্য।
Mga komento
Magpakita ng higit pa



