Pantalones cortos crear

⁣রাবণ ছিলেন শুধু ভয়ংকর অসুর নন, মহাদেবের একনিষ্ঠ ভক্ত। অহংকারে কৈলাস তুলতে গিয়ে শিবের পায়ের আঙুলে পর্বতের নিচে বন্দি হন তিনি। অসহ্য যন্ত্রণায় জন্ম নেয় শিব তাণ্ডব স্তোত্র। ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব রাবণকে মুক্তি ও অমরত্বের বর দেন। এই স্তোত্রে প্রকাশ পায় তাণ্ডবের শক্তি, ভক্তির মাহাত্ম্য এবং অহংকার ভাঙার চিরন্তন শিক্ষা, যা যুগে যুগে শিবভক্তদের অনুপ্রাণিত করে চিরকাল। সত্য।

Sanchita

0

0

2

⁣সমুদ্র মন্থনের সময় উঠে আসা ভয়ংকর হালাহল বিষে ত্রিভুবন ধ্বংসের পথে দাঁড়ায়। সকলের প্রার্থনায় মহাদেব সেই বিষ গ্রহণ করে গলায় ধারণ করেন। তাঁর কণ্ঠ নীল হয়ে ওঠে। নীলকণ্ঠ শিব হয়ে তিনি ত্যাগ ও করুণায় বিশ্বকে রক্ষা করেন।

হর হর মহাদেব

Sanchita

0

2

7

⁣শ্রীকৃষ্ণ বাণী মানুষের জীবনের পথপ্রদর্শক। তাঁর বচন শিক্ষা দেয় সাহস, ধৈর্য, সততা ও ভক্তি। তিনি বলেন—অতীত নিয়ে দুঃখ কোরো না, ভবিষ্যৎ নিয়ে ভয় কোরো না; বর্তমানেই করণীয় করো। কর্মই তোমার অধিকার, ফল নয়। যে নিজেকে জেতে, সে-ই সত্যিকারের বিজয়ী। রাগ, লোভ ও অহংকার মানুষকে অন্ধ করে, আর নিঃস্বার্থতা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের বাণী মনে করিয়ে দেয়—অন্যের হৃদয় না কষ্ট দিয়ে সৎপথে চলাই জীবনের প্রকৃত ধর্ম।

Sanchita

0

0

5